খুবিতে আইকিউএসির উদ্যোগে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ২: লিডারশিপ, রেসপনসিবিলিটি এন্ড অটোনমি’ শীর্ষক কর্মশালা আজ ২৮ মে (বুধবার) দুপুরে আইকিউএসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, অ্যাক্রেডিটেশনের স্ট্যান্ডার্ড ২- ‘লিডারশিপ, রেসপনসিবিলিটি এন্ড অটোনমি’- যেকোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ নেতৃত্ব শিক্ষার গুণগত মান নিশ্চিত করে, দায়বদ্ধতা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে এবং যথাযথ স্বায়ত্তশাসনের মাধ্যমে একটি একাডেমিক পরিবেশ উদ্ভাবন ও উৎকর্ষতার পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় বরাবরই নেতৃত্ব বিকাশ, দায়িত্ববোধ জাগ্রতকরণ এবং একাডেমিক স্বাধীনতার পক্ষে। এই কর্মশালা সংশ্লিষ্ট সবার মধ্যে সেই মূল্যবোধগুলোকে আরো গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।
কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। ফ্যাসিলিটেটরবৃন্দ অ্যাক্রেডিটেশনের ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন।
কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ২: লিডারশিপ, রেসপনসিবিলিটি এন্ড অটোনমি’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।