
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত জরুরি : উপাচার্য
খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত
খুলনা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত
জরুরি। অ্যাক্রেডিটেশনকে বাদ রেখে সামনের দিকে অগ্রসর হওয়া যাবে না। এজন্য
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রোগ্রামগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনে
সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তবেই, শিক্ষকদের দায়িত্বশীল কাজের
মাধ্যমে বিশ্ববিদ্যালয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
আজ ২৬ মে
(সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল
(আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি
অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ১: গর্ভনেন্স’ শীর্ষক কর্মশালায় রিসোর্স
পারসন হিসেবে বক্তৃতাকালে তিনি এসব বলেন।
উপাচার্য আরও বলেন, ইতোমধ্যে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০টি ডিসিপ্লিন লেটার অব ইন্টেন্ট অ্যাপ্লাই করেছে।
এখন এসব ডিসিপ্লিনকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল নির্ধারিত ১০টি
স্ট্যান্ডার্ড ও সংশ্লিষ্ট ক্রাইটেরিয়া যথাযথভাবে পূরণ করতে হবে, যাতে অল্প
সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। বিশেষভাবে তিনি ‘স্ট্যান্ডার্ড
১: গভর্নেন্স’ মানদণ্ডের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় ফ্যাসিলিটেটর
হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান,
অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ
ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। ফ্যাসিলিটেটরবৃন্দ
অ্যাক্রেডিটেশনের ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন।
কর্মশালায়
খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ
করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ১: গর্ভনেন্স’ সংক্রান্ত বিভিন্ন
প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার
বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।