রক্তদান ও রক্ত সংগ্রহ মানবতার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত : উপাচার্য

বাঁধন, খুবি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ খুুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও ডোনার সংবর্ধনা-২০২৫ আজ ০৯ ফেব্রুয়ারি (রবিবার) বিকাল ৪টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, রক্তদান ও রক্ত সংগ্রহ মানবতার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। রক্তদানের মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসা ইবাদতের সওয়াব পাওয়ার সমান। রক্তের সম্পর্ক না থাকলেও রক্তদানের মাধ্যমে অপরিচিতদের সাথে সম্পর্ক তৈরি হয়। এ বন্ধন ক্রমান্বয়ে আরও সুদৃঢ় হয়। এ ধরনের মহৎ কাজে সকলের এগিয়ে আসা উচিত।

উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ খুলনা শহরে অসহায়, বিপদগ্রস্ত মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার জন্য বাঁধনকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে বাঁধন এর কাজ করার সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, বাঁধন একটি মানবিক ও সামাজিক সংগঠন। বিনাস্বার্থে বাঁধন এর কর্মীরা আর্তমানবতার সেবায় কাজ করেন। যার মাধ্যমে সারা বাংলাদেশে তাদের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে। তিনি বাঁধন এর কর্মকাণ্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা ও খানবাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ। সভাপতিত্ব করেন বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মোঃ ইমরান হোসেন।

অনুষ্ঠানে সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক হৃদয় রায়, তথ্য ও শিক্ষা বিষয়ক প্রতিবেদন তুলে ধরেন মোঃ মিরাজুল ইসলাম ও আর্থিক প্রতিবেদন পেশ করেন কামরুন নাহার চৈতি। এ অনুষ্ঠানে ২২ জন ডোনারকে সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী কমিটির সদস্যদের আজীবন সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুুষ্ঠান সঞ্চালনা করেন আতিকুল ইসলাম ও আফসানা রহমান তুলি।

পরে বিদায়ী কমিটির সভাপতি ২০২৫ সালের জন্য হৃদয় রায়কে সভাপতি ও আতিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেন। এ ছাড়া সাঈফ নেওয়াজকে সংগঠনের খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিট থেকে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে ঘোষণা দেওয়া হয়। এ অনুষ্ঠানে বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সদস্যসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।