খুবির রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবনের অবশিষ্ট কাজ সম্পন্নে চুক্তি স্বাক্ষরিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন সাত তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুর আইইআর ভবনের অবশিষ্ট কাজ সম্পন্নের লক্ষ্যে গতকাল ২৬ জুন (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে ঠিকাদারী প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স লিমিটেডের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বর্ণিত কাজের চুক্তিমূল্য ১৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৩৭৩ টাকা। চুক্তিপত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর মো. আজিজুর রহমান। স্বাক্ষরের পর উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উপস্থিতিতে তা উভয়পক্ষের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা, উপ-প্রধান প্রকৌশলী মো. সামিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল আলম বাদশা, নির্বাহী প্রকৌশলী মো. মোক্তার হোসেন, ট্রেজারারের সচিব সুশান্ত কুমার বসু, উপাচার্যের ব্যক্তিগত সহকারী শেখ মঞ্জুর মোর্শেদ এবং সংশ্লিষ্ট প্রকৌশলী, কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।