খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনের অ্যালামনাইদের অংশগ্রহণে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের অ্যালামনাইদের অংশগ্রহণে তিন দিনব্যাপী প্রথম চিত্র প্রদর্শনী ‘অনিন্দ্য প্রাক্তণ’ আজ ০৭ মার্চ (বৃহস্পতিবার) শুরু হয়েছে। বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, মানুষ সৌন্দর্য পছন্দ করে, অমরত্ব পছন্দ করে। ভাষার আগে মানুষ ছবি আঁকতে শিখেছে। ছবির মাধ্যমে মানুষের মনের নান্দনিকতা প্রকাশ পায়। শিল্পীদের আঁকা ছবি বা শিল্পকর্মের বৌদ্ধিক মূল্য গবেষণা নিবন্ধের মতো। একটি বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে চারুকলার ভূমিকা গুরুত্বপূর্ণ। খুলনা বিশ্ববিদ্যালয়ে চারুকলার যে চর্চা রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহের সভাপতিত্বে এ সময় আরও বক্তৃতা করেন সংশ্লিষ্ট স্কুলের প্রাক্তন ডিন ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম। উদ্বোধনের পরে ট্রেজারার প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ অংশগ্রহণকারী অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনী আগামী ০৯ মার্চ, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীতে ৩৩ জন অ্যালামনাইয়ের চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
(মো. মঈনুল হোসেন)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ ও প্রকাশনা বিভাগ
০১৭১২-০৯৫৫৫৪