খুবির সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের লক্ষ্যে গতকাল এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্য অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর সেহরীশ খানের সাথে ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের শিক্ষক ও গবেষক ড. সুশীলা শ্রেষ্ঠা এ মতবিনিময়ে অংশ নেন।
এ সময় তারা দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এমওইউ এবং কোলাবরেশন করতে আগ্রহ প্রকাশ করেন। এছাড়া নেপালের এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, ফরেস্ট্রি ইউনিভার্সিটি এবং নেপাল একাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাথেও খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশনের বিষয়টি আলোচনায় স্থান পায়। সভায় জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। পরে ড. সুশীলা শ্রেষ্ঠা খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজ-খবর নেন।