খুবিতে ৫ দিনব্যাপী ৭ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুল আয়োজিত ৫ দিনব্যাপী ৭ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান আজ ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকাল ৫টায় চারুকলা স্কুলের আঙিনা’য় অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. তরিকত ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো. আমিনুল ইসলাম। মুখ্য আলোচক বক্তৃতা করেন সহকারী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। এ সময় আলোচক হিসেবে বক্তৃতা করেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক জাহিদা আখতার ও প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সান্ত্বনা শাহরিন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। এবারের প্রদর্শনীতে ২৪০ জন শিক্ষার্থীর ৩ শতাধিক শিল্পকর্ম স্থান পায়। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।