খুবি শিক্ষক সমিতি আয়েজিত ইনডোর গেমস্ প্রতিযোগিতার উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে ইনডোর গেমস্ প্রতিযোগিতা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি প্রতিযোগিতার উদ্বোধনের পূর্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিক্ষক ক্লাবের মাধ্যমে শিক্ষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগের উন্নয়ন হয়। শিক্ষকদের মধ্যে এই প্রতিযোগিতা আয়োজনের ফলে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি যোগাযোগ বৃদ্ধি পাবে এবং একই সাথে আনন্দ-উৎসাহের মধ্যে এই প্রতিযোগিতার সমাপ্তি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সঞ্চালনা করেন সমিতির সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল আহম্মেদ। পরে উপাচার্য ব্যাডমিন্টন খেলে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইনডোর গেমসে্ ৫টি ইভেন্টে প্রায় ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করছেন।