খুবির ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ১৬ অক্টোবর (সোমবার) বিকাল ৩টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ। তিনি বলেন, শিল্পশিক্ষা এমন একটি নেশা যা মানুষকে প্রতিষ্ঠিত করে। মানুষকে আবেগ তাড়িত করতে পারে। হৃদয়ভিত্তিক জায়গাকে প্রসারিত করতে পারে।
ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২২ ব্যাচের সায়ন্তনী সরকার শিখি ও ২৩ ব্যাচের আফরা আনান রোজা।
অনুষ্ঠানে দুই ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন হয়। পরে নবীনবরণ উপলক্ষ্যে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।