খুবি রিসার্চ সোসাইটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির উদ্যোগে ‘দ্য আর্ট অব ব্রিজিং দ্য গ্যাপ: রিসার্চ মেথডোলজি এন্ড সায়েন্টিফিক রাইটিং’ শীর্ষক এক সেমিনার আজ ০৯ অক্টোবর (সোমবার) বিকাল ৪টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সেমিনারে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন ও রিসার্চ সোসাইটির উপদেষ্টা প্রফেসর ড. মো. নূর আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। সভাপতিত্ব করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মিনহাজুল আবেদিন সম্পদ। পরে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির ওয়েবসাইট উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।