খুবির প্রিন্টমেকিং ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ০৩ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় চারুকলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন এবং প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, চারুকলার শিক্ষার্থীরা অবশ্যই সম্ভাবনাময়। তারা কর্মের মাধ্যমে সৃজনশীলতার পরিচয় দিতে পারে। জাতির মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিসিপ্লিন, বিশ্ববিদ্যালয় তথা দেশকে সমৃদ্ধি করতে পারে। তিনি চারুকলার মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান রকিব হাসান এবং ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মো. আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস।
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ২২ ব্যাচের সৈয়দা নুসাইবা সুলতানা ও ২৩ ব্যাচের চৌধুরী সায়মা ফারিয়া ঋতি। এছাড়া অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য রাখেন অমৃতা, সাইমুম ইসলাম রাফি, শফিন ইমতিয়াজ শিহাব, আফরোজা খাতুন নিলা, সন্ধানী বিশ্বাস। সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী আরিনা তাবাসসুম সুচি ও খাইরুন নাহার।
অনুষ্ঠানে নবীন দুই ব্যাচের শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।