খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ ২৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ২.৩০ মিনিটে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছাপত্র দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ। এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জ্ঞান সৃজনের জায়গা হলো বিশ্ববিদ্যালয়। এখানে শিক্ষাগ্রহণের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে আরও বিকশিত করা যায়। এই সময়টার গুরুত্ব অনেক। সঠিকভাবে এই সময়কে কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা।
শিক্ষকদের মধ্য থেকে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. সারওয়ার জাহান, প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর, প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, প্রফেসর ড. দেবেশ দাস, সহকারী অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২১ ব্যাচের তাবাস্সুম নূর, ২২ ব্যাচের তানভীর বিন মুয়িদ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।