ইউজিসির পূর্ণকালীন সদস্য প্রফেসর হাসিনা খানকে খুবি উপাচার্যের অভিনন্দন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজী বিভাগের প্রফেসর (অবসরপ্রাপ্ত) হাসিনা খানকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
আজ ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে তাঁর মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিক-নির্দেশনা পাবে; যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। একই সাথে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা, গবেষণা ও গুণগত মানোন্নয়নে নবনিযুক্ত ইউজিসির সদস্যের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন। বিবৃতিতে উপাচার্য তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।