MOU signing between FMRT/KU and Exeter University, England.

#যৌথ শিক্ষা ও গবেষণায় যুক্তরাজ্যের এক্সিটর ইউনিভার্সিটির খুবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত
আজ ০২ ডিসেম্বর ২০২১ খ্রি. বৃহস্পতিবার বিকাল ৪টায় ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণার লক্ষ্যে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সিটর এর সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ও ইউনিভার্সিটি অব এক্সিটর এর পক্ষে স্বাক্ষর করেন ইনোভেশন, ইমপ্যাক্ট এন্ড বিজনেস’র অ্যাক্টিং ডিরেক্টর ক্রিস ইভান্স। এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ, প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার ও প্রফেসর ড. শেখ মোস্তাফিজুর রহমান।
এই এমওইউ স্বাক্ষরের আওতায় যৌথ উদ্যোগে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস নিয়ে গবেষণা প্রকল্প গ্রহণ, গবেষণা ও শিক্ষার উদ্দেশ্যে মাস্টার্স এবং পিএইচডি ছাত্র বিনিময়, শিক্ষক, স্টাফ ও রিসার্চ স্কলারদের বিনিময়, সেমিনার-সিম্পোজিয়াম আয়োজন এবং অংশগ্রহণ, স্বল্পমেয়াদী একাডেমিক কর্মসূচি প্রণয়ন ও সভায় অংশগ্রহণ, গবেষণা সুবিধার আওতায় পুকুরে পরীক্ষা পরিচালন, গবেষণাগারের যন্ত্রপাতি ব্যবহার এবং নমুনা পরীক্ষার সুবিধা, গবেষণা ও শিক্ষা উপকরণ, প্রকাশনা এবং একাডেমিক তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।