“আন্ত:ডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৩” এর ২৪-০১-২০২৩ খ্রি. তারিখের খেলার ফলাফল
প্রথম খেলা: ইএস ডিসিপ্লিন বনাম রসায়ন ডিসিপ্লিন।
ফলাফল: রসায়ন ডিসিপ্লিন ৬ উইকেটে জয়ী।
দ্বিতীয় খেলা: এসডব্লিউই ডিসিপ্লিন বনাম বাংলা ডিসিপ্লিন।
ফলাফল: এসডব্লিউই ডিসিপ্লিন ৭ উইকেটে জয়ী।
তৃতীয় খেলা: বিএ ডিসিপ্লিন বনাম সিএসই ডিসিপ্লিন।
ফলাফল: বিএ ডিসিপ্লিন ৮ উইকেটে জয়ী।
আগামী ২৫-০১-২০২৩ তারিখ রোজ বুধবার খেলাসমূহ :
প্রথম খেলা :। বিজিই ডিসিপ্লিন বনাম ইতিহাস ডিসিপ্লিন। (রিপোটিং সময় সকাল ৯:০০মি, খেলা শুরু সকাল ৯:৩০মি.)
দ্বিতীয় খেলা:এফএমআরটি ডিসিপ্লিন বনাম সমাজবিজ্ঞান ডিসিপ্লিন। (রিপোটিং সময় বেলা ১১:১৫মি, খেলা শুরু বেলা ১১:৪৫মি.)
তৃতীয় খেলা: ফউটে ডিসিপ্লিন বনাম গণিত ডিসিপ্লিন। (রিপোটিং সময় দুপুর ১:৩০মি, খেলা শুরু দুপুর ২:০০মি.)